নতুন রূপে ফিরলো টুইটারের ব্লু ব্যাজ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২২


নতুন রূপে ফিরলো টুইটারের ব্লু  ব্যাজ
টুইটার

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে একের পর এক পরিবর্তন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় টুইটারে এখন থেকে ৩ রঙে ভেরিফাই হবে বলে জানা গেছে।


প্রতিষ্ঠানটি একটি টুইট করে জানিয়েছে, সোনালি রঙের ভেরিফাই হবে কোম্পানীর অ্যাকাউন্ড। সরকারি অ্যাকাউন্ড হবে ধূসর রঙে। এছাড়া সেলেব্রেটিদের অ্যাকাউন্ট ভেরিফাই হবে নীল রঙে।


এর আগে শুধু টুইটার অ্যাকাউন্টে নীল রঙের ভেরিফাই হতো। তার জন্য কোনো প্রকার অর্থ ব্য করতে হতো না। আবেদনের প্রেক্ষিতে টুইটার কর্তৃপক্ষ ভেরিভাই করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতো।


তবে ইলন মাস্ক কিনে নেওয়ার পর থেকেই ৭.৯৯ ডলারে বিনিওময়ে টুইটার অ্যাকাউন্ড ভেরিফাই করা যায়। অ্যাপল ডিভাইসে টুইতার অ্যাপে অ্যাকাউন্ড ভেরিফাই করে কিছুটা ডলার ব্যয় করতে হবে।  


জেবি/এসবি