তাহিরপুর সীমান্তে ভারতীয় বিড়ির চালান জব্দ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০৭ এএম, ১৪ই ডিসেম্বর ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নাসির উদ্দিন বিড়ির চালান আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানাগেছে, ‘চাঁনপুর বিওপির নিয়মিত একটি টহল দল সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে সীমান্ত পিলার ১২০২/২-এস এর নিকট হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের উত্তর চান্দিপুর এলাকা থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি আটক করেছে (বিজিবি) জোয়ানেরা। যার আনুমানিক সিজার মূল্য ৭১ হাজার, ৪ শত টাকা।
‘সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।’
আরএক্স/