জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ডা. শফিকুর রহমান গ্রেফতার: সিটিটিসি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২২
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বিভাগ জানিয়েছে, জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
তিনি জানান, জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
সিটিটিসি জানায়, গ্রেফতার ডা. রাফাত চৌধুরী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ছিলেন।