ঝিনাইদহে আমন চাল সংগ্রহের উদ্বোধন

জেলায় ৬ উপজেলার ২৭৪ জন মিলারের কাছ থেকে ৪২ টাকা কেজি দরে ৮ হাজার ২’শ মেট্টিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে
বিজ্ঞাপন
ঝিনাইদহে অভ্যন্তরীন আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা খাদ্য গুদামে জেলাব্যাপী এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা তাজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরান হোসেন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী তপন কুন্ডু, আজাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর জেলায় ৬ উপজেলার ২৭৪ জন মিলারের কাছ থেকে ৪২ টাকা কেজি দরে ৮ হাজার ২’শ মেট্টিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চাল সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।








