শীর্ষ ধনীর আসন হারালেন ইলন মাস্ক


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:৪০ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২


শীর্ষ ধনীর আসন হারালেন ইলন মাস্ক
ইলন মাস্ক

টুইটার কিনে নেওয়ার পর এবার বিশ্বের শীর্ষ ধনীর আসন থেকে সিটকে পড়লেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তাকে টপকে শীর্ষ ধনীর আসনে বসলেন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নোল্ট।


সংবাদ সংস্থা ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে ইলন মাস্কের মট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার থেকে প্রায় ১৬৮ কোটি ডলার -এ পৌঁছেছে। তার তুলনায় ৭২ বছর বয়সি আর্নোল্টের সম্পদের পরিমান প্রায় ১৭২ কোটি ডলার।


জানা গেছে, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৩৪০ কোটি ডলারের কাছাকাছি। এখন তিনিই তালিকার দ্বিতীয় নাম্বারে অবস্থান করছেন। যদিও এইবার প্রথম নয়। এর আগে ২০২১ সালে ২ নম্বরে নেমে গিয়ে ছিলেন। 


ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স বলছে, টুইটার সংক্রান্ত নাআন গোলযোগে প্রায় ১০ কোটি ডলার লোকসান হয়ে গেছে। এর ফলেই তালিকায় প্রথম স্থান থেকে আচমকা ছিটকে যেতে হয়েছে তাকে।


জেবি/এসবি