Logo

ক্ষেতলালে হানাদার মুক্ত দিবস পালন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২২, ১৪:৩৪
21Shares
ক্ষেতলালে হানাদার মুক্ত দিবস পালন
ছবি: সংগৃহীত

বিভিন্ন সরকারি অফিসের দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

বিজ্ঞাপন

জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দীঘিপাড়া বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা শেষে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।

এস এম শওকতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, আজাহার আলী মন্ডল ও ভোরের কাগজের প্রতিনিধি সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার।

বিজ্ঞাপন

এ সময় বিভিন্ন সরকারি অফিসের দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD