প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১২ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২


প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক

পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদেরও কম্পিটিশন করে চলতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক। তিনি বলেন, সেই জন্য আমাদের ভোকেশনাল শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, ডিজিটাল শিক্ষা ও আইটির শিক্ষার দরকার।


আজ বুধবার (১৪ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হল রুমে সেমিনারে তিনি এসব কথা বলেন। 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. মো আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

জেবি / আরএইচ /