আরও ১৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩০ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২


আরও ১৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা- ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৪ জন। ঢাকায় ১০০ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৮৪ জন ভর্তি হয়েছেন।


এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। 


আজ বুধবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। 


এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬০ হাজার ৯২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।