‘স্মৃতিসৌধ প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৯ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২


‘স্মৃতিসৌধ প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে’
স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেছেন, মহান বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশেপাশে নিরাপত্তায় করছে ৩ হাজার ৫০০ পুলিশ। 


তিনি বলেন, ইতমধ্যেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আজ বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলসহ সর্বস্তরের মানুষ। লাখো জনতার ঢল নামবে এই স্মৃতি সৌধে। এদিকে লক্ষ রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


তিনি আরও বলেন, বর্তমানে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সবাইকে জাতীয় স্মৃতিসৌধের আশেপাশের এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে৷ নিরাপত্তার জন্য মহাসড়কসহ বিভিন্ন জায়গায় ওয়াচ-টাওয়ার বসানো হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিরলসভাবে কাজ করছেন।