আমরা উন্নয়নের পথে আছি: পরিকল্পনামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৫ পূর্বাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২২
সব কিছু ছাপিয়ে আমরা এখন উন্নয়নের পথে আছি। যারা সরকারের বিরোধীতা করে তারও অনুধাবন করে একথা বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
বুধবার (১৪ ডিসেম্বর) পানি ভবনের সম্মেলনকক্ষে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এমন একজন রাষ্ট্রনায়ক পেয়েছি যিনি খুবই কৌতুহলী। তার কৌতুহলেই আজকের পদ্মা সেতু, মেট্রোরেল, কর্নফুলি টানেল এমনকি মহাকাশে স্যাটেলাইট যাত্রা সম্ভব হয়েছে। ‘প্রধানমন্ত্রী বসে আছেন, আপনারা বাস্তবধর্মী আইডিয়া দেন, তা বাস্তবায়নের পথ মসৃন করবেন বঙ্গবন্ধু কন্যা।
এদিকে একই অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হাওরের জনগণের বিষয়ে সবসময়ই চিন্তা করেন। প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবছর আগাম বন্যায় হাওরাঞ্চলে ক্ষতির পরিমান কমানো সম্ভব হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, হাওরাঞ্চল প্রাকৃতিক সম্পদের ভান্ডার। কেবল ভূপ্রকৃতিগত বৈচিত্র্যের কারণেই নয়; অর্থনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকেও সম্ভাবনার বিরাট স্থানজুড়ে আছে হাওর। হাওরের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ।