স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেয় ফারদিন: র্যাব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১৩ পিএম, ১৫ই ডিসেম্বর ২০২২

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৪ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে র্যাব।
র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন জানান, ফারদিনের মৃত্যু হয় নদীতে ঝাঁপ দিয়ে। ঘটনার দিন ব্রিজের উপর থেকে স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেয় ফারদিন।
তিনি বলেন, ঝাঁপ দেয়ার পর রাত ২টা ৩৪ মিনিটি ২১ সেকেন্ডে শীতলক্ষ্যা নদীর পানিতে পড়ে ফারদিন। রাত ২টা ৩৫ মিনিটি ৯ সেকেন্ডে ফারদিনের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
এর আগে গত ৪ নভেম্বর রাতে রামপুরা এলাকায় এক বান্ধবীকে নামিয়ে দেয়ার পর থেকে নিখোঁজ হন ফারদিন। এক দিন পর তার বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের তিন দিন পর ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। আলোচিত এই ঘটনায় ৯ নভেম্বর রাতে তার বাবা নূর উদ্দিন বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘আমরা কখনো ফারদিনেকে মাদকাসক্ত বলিনি। ফারদিন নিহত হওয়ার ঘটনায় র্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করেছে। তদন্তে যখন যে উইন্ডো ওপেন হয়েছে, তা নিয়ে কাজ করা হয়েছে।
তিনি জানান, প্রথমদিকে চনপাড়ার আশপাশের স্থানে তার অবস্থান পাওয়া গিয়েছিল। চনপাড়ার মাদক কারবারিরা অনেককেই নির্জন স্থান থেকে বিভিন্ন ব্যক্তিকে ধরে পরিবারের কাছ থেকে অর্থ আদায় করে। এমন কিছু আমরাও তদন্ত করে দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি।