যুব মহিলা লীগের সম্মেলন শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১২ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১১টা ৩০ মিনিট থেকে সম্মেলন শুরু হয়।
সম্মেলনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। সকাল থেকেই খন্ড খন্ড মিছিলে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকে যুব মহিলা লীগের নেতাকর্মীরা। এসেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও।
সকালে রাজধানীর শাহবাগ, মৎসভবন, টিএসসি এলাকা ঘুরে দেখা যায়, খন্ড খন্ড মিছিল নিয়ে আসছেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাইভারশন দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
এর আগে যুব মহিলা লীগের সম্মেলন হয় ২০১৭ সালের ১৭ মার্চ। এতে সভাপতি পদে নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক পদে অপু উকিলকে পুনর্নিবাচিত হয় করা হয়।