দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪১ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২
চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার পারদ নামছে। সূর্য উঠলেও উত্তরের হিম বাতাসের আর্দ্রতায় শীতের তীব্রতা ব্যাপক। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা মোড়ানো থাকছে গোটা এলাকা।
ধীরে ধীরে তাপমাত্রা কমায় শীতের তীব্রতা বাড়বে। শৈত্যপ্রবাহ এখনও শুরু হয়নি। আগামী বেশ কয়েকটি প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।