বিএনপি কি ২০০৮ সালের নির্বাচন ভুলে গেছে?


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২


বিএনপি কি ২০০৮ সালের নির্বাচন ভুলে গেছে?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি : পিএমও প্রেস উইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ২০০৮ সালের নির্বাচনের ফলাফল ভুলে গেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) যুব মহিলা লীগের সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।


শেখ হাসিনা বলেন, ২০০৮ নির্বাচন নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। নির্বাচনের ফলাফলটা কী ছিল? নির্বাচনের ফলাফল অনেকেই ভুলে গেছে৷ ওই নির্বাচনে ৩০০ সিটের নির্বাচন। ওই নির্বাচনে বিএনপি তখন কয়টা সিট পেয়েছিল? বিএনপি নেতারা ভুলে গেছে? বিএনপি মাত্র তিরিশটা সিট পেয়েছিল।


যুব মহিলা লীগের নেত্রীদের বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়াচীন’ বইটি পড়ার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, এই বইটিতে বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়ন তুলে ধরেছেন৷ বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে যুব মহিলা লীগের আন্দোলনের প্রশংসা করেন আওয়ামী লীগ সভাপতি। সে সময় যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিএনপির 'অবর্ণনীয় নির্যাতনের শিকার' হয়েছেন বলেও জানান তিনি। বঙ্গবন্ধুকন্যা বলেন, '২৯ বছর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।'


সরকারপ্রধান বলেন, ‘এত যে লাফালাফি কিসের জন্য? ২০০৮ সালের নির্বাচনে এই রেজাল্ট। আপনারা কিসের জন্য লাফান?'


সরকার গঠন করে আওয়ামী লীগ মানুষের সেবক হিসেবে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। বিএনপির শাসনামলে দেশের দক্ষিণাঞ্চলে সাংবাদিকরা যেতে পারত না, সংবাদ প্রচার করতে পারত না বলেও জানান সরকারপ্রধান।