আমার ছেলে আত্মহত্যা করতে পারে না: ফারদিনের বাবা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১১ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২


আমার ছেলে আত্মহত্যা করতে পারে না: ফারদিনের বাবা
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা কাজী নূর উদ্দিন

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা কাজী নূর উদ্দিন বলেছেন, ‘আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।’


আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।


ডিবির তদন্তে অসন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার ছেলেরা অভাব-অনটনের মধ্য দিয়ে বড় হয়েছে। সব ধরনের পরিস্থিতির সঙ্গে চলতে পারা আমার ছেলে আত্মহত্যা করতে পারে না।


ফারদিনের মরদেহের দুটি ছবি দেখিয়ে কাজী নূর উদ্দিন বলেন, আমি ফারদিনের মরদেহ দেখেছি, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরিকল্পিত এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই শুরু থেকে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। 


সাংবাদিকদের অনুরোধ জানিয়ে ফারদিনের বাবা বলেন, সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করে বলছি, আপনারা আমার সঙ্গে সুলতানা কামাল ব্রিজে চলেন। আমি ব্রিজ থেকে লাফ দেবো, সেখান থেকে পড়লে কতটা আঘাত লাগে আপনারা দেখবেন।


ডিবির এই তদন্ত নিয়ে নারাজি দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এরপরও কি আর নারাজি দিতে হবে।