বুয়েট শিক্ষার্থীর মৃত্যু

‘তদন্তে ডিবির প্রচেষ্টায় আমরা সন্তুষ্ট’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৩ এএম, ১৬ই ডিসেম্বর ২০২২


‘তদন্তে ডিবির প্রচেষ্টায় আমরা সন্তুষ্ট’
বুয়েট শিক্ষার্থী পরশের মৃত্যুর ঘটনায় ডিবির সঙ্গে দেখা করেন সহপাঠীরা- ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী পরশের মৃত্যুর ঘটনা তদন্তে ডিবির প্রচেষ্টায় সন্তুষ্ট হলেও এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনো ‘নিশ্চিত’ নন তার সহপাঠীরা। 


আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ফারদিনের সহপাঠীদের ডেকে নিয়ে যায় ডিবি। সেখানে তাদের তদন্তে পাওয়া বিভিন্ন আলামত দেখান ডিবি কর্মকর্তারা। সেগুলো প্রাসঙ্গিক বলে মনে হয়েছে কিছু শিক্ষার্থীর কাছে। 


তবে ফারদিনের সহপাঠীরা বলছেন, ঘটনাক্রম প্রাসঙ্গিক মনে হলেও ফারদিন ‘নিজে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন’- সেটি পরিষ্কার নয়। সেখানে গ্যাপ রয়ে গেছে। অবশ্য এই গ্যাপ নিয়ে ডিবি সামনে আরও কাজ করবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে।


মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আসেন বুয়েটের ৪০ জনের মতো শিক্ষার্থী। প্রায় তিনঘণ্টা ডিবি কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। 


এক শিক্ষার্থী বলেন, ডিবি কর্মকর্তারা আমাদের তদন্তের আলামতগুলো দেখিয়েছেন। সবকিছু দেখে আমাদের কাছে বিষয়গুলো প্রাসঙ্গিক মনে হয়েছে।


কী ধরনের গ্যাপ রয়েছে? এ প্রসঙ্গে জানতে চাইলে আরেক শিক্ষার্থী বলেন, ফারদিনকে ব্রিজের পাড়ে নামিয়ে দেওয়া হয়েছে, তারপর হেঁটে ব্রিজের মাঝখানে গিয়েছে বলা হচ্ছে। তার সঙ্গে আর কেউ ছিল কি না সেটি স্পষ্ট নয়। 


তিনি বলেন, তারা এখনো মামলার রিপোর্ট জমা দেননি, সেখানে হয়তো কিছু না কিছু বাদ আছে, সেজন্যই এখনো রিপোর্ট জমা দেননি।