ডেঙ্গুতে ঝরল ২ প্রাণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০০ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৯৫ জন ঢাকায় এবং ৬৮ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮০৩ জন ভর্তি রয়েছেন।
প্রতিবেদনের তথ্যমতে, আজ ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১ হাজার ৮৯ জন।