বিজয় দিবসে অবমুক্ত হলো স্মারক ডাকটিকিট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২২
মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে গণভবনে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন করবেন।