বিজয় দিবসে বিজিবির শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১২ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২২
বিজয় দিবস উপলক্ষে গরিব-দুস্থদের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এর মধ্যে শুধু ঢাকাতেই দুই হাজার মানুষ পেয়েছে বিজিবির দেওয়া শীতবস্ত্র।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) রাজধানীর নবাবগঞ্জ পার্কে এ কর্মসূচি করা হয়। একইদিন সারাদেশে বিভিন্ন ইউনিট একই কর্মসূচি করে।
এদিকে, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানেরও আয়োজন করেছে বিজিবি। ডাক্তার দেখিয়ে চাহিদাপত্র অনুযায়ী অনেকে নিচ্ছেন ওষুধ।
কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির বিষয়ে বিজিবির ঢাকা ব্যাটালিয়ন-৫-এর উপ-অধিনায়ক মেজর মো. জাকারিয়া আজম বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে নবাবগঞ্জ পার্কে দুই হাজার গরিব-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।