বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো ফায়ার সার্ভিস
মো. রুবেল হোসেন
প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২২
বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
শুক্রবার (১৬ ডিসেম্বর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ ওয়াহিদুল ইসলাম কর্মকর্তাদের নিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এদিন রাজধানীর মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে এবং শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ দিন সারা দেশের সব ফায়ার স্টেশন ও অফিসে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় বিজয় দিবস উদযাপনের কর্মসূচি।
এ বছরের মহান বিজয় দিবস ছিল ভিন্ন আঙ্গিকে সমৃদ্ধ ও উৎসবমুখর। এ উপলক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরসহ সারা দেশের সব বিভাগীয় অফিস, জেলা অফিস এবং ফায়ার স্টেশন গুলোতে আলোকসজ্জা করা হয়।
ফায়ার সার্ভিসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা অনুষ্ঠান ও জাতির পিতার ৭ মার্চের ভাষণ আপলোড করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এ উপলক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সন্তাদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে দেশের সব ফায়ার সার্ভিস স্টেশনে এর সদস্যের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করা হয়। আসর নামাজ শেষে সব মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ মামুন মাহমুদ।
মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল ইসলাম পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান। এছাড়া প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। এসময় তারা ফায়ার সার্ভিসের সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আরএক্স/