রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০১ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২
রাজধানীর মিরপুরে এসি বিস্ফোরণে হাজেরা বেগম ও আরিয়ান নামে দুইজন দগ্ধ হয়েছেন।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনাটি ঘটে।
পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, দগ্ধ দুইজনকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে এবং আরিয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। হাজেরা বেগমকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিট এবং আরিয়ানকে মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি রাখা হয়েছে। তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক।