নতুন জঙ্গি সংগঠনে জামায়াতের অর্থায়নের প্রমাণ পাওয়া গেছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৮ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২


নতুন জঙ্গি সংগঠনে জামায়াতের অর্থায়নের প্রমাণ পাওয়া গেছে
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক- ছবি: সংগৃহীত

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, নতুন জঙ্গি সংগঠনে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সমর্থন ও অর্থায়নের প্রমাণ পেয়েছে পুলিশ।


আজ শনিবার (১৭ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, ৭১ -এর পরাজিত শক্তিরা বিভিন্ন সময় ভিন্ন ফরমেটে জঙ্গিবাদ বিস্তারের চেষ্টা করেছে। তারা দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে। 


খন্দকার গোলাম ফারুক বলেন, বর্তমান জামায়াতে ইসলামীর আমিরের ছেলে জঙ্গিবাদে জড়িয়ে যান। তিনি জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় যোগ দেন। কিন্তু বাবা জামায়াতের আমির জেনেশুনে বিষয়টি সমর্থন ও তাকে অর্থায়ন করেন। 


তিনি বলেন, জামায়াতের আমিরের প্রত্যক্ষ মদদে বেশ কয়েকজন নতুন জঙ্গি সংগঠনে প্রশিক্ষণও নিয়েছে। আমরা অতীতেও দেখেছি এ দেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করেনি, ভবিষষ্যতেও জঙ্গিবাদকে সমর্থন করবে না। 


আদালত থেকে দুই জঙ্গির পালিয়ে যাওয়ার বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টের বিষয় জানতে চাইলে তিনি বলেন, সেই তদন্ত কমিটির রিপোর্ট আমরা পাচ্ছি। ঘটনার সময় যেসব পুলিশ সদস্যরা দায়িত্বে ছিল, সেখানে যাদের গাফিলতি ছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য পুলিশসহ অন্যদের করণীয়র বিষয়ে রিপোর্টে বলা হবে।