নতুন ফিচার আনছে টিকটক


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:৩৫ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২


নতুন ফিচার আনছে টিকটক
টিকটক

নতুন এক ফিচার নিয়ে পরীক্ষা করছে জনপ্রিয় ক্ষুদ্র ভিডিও'র অ্যাপ টিকটক। অ্যাপটিতে মূলত ভিডিওগুলো সাধারণত উলম্ব বা ভার্টিক্যাল হয়ে থাকে।


অনেকে আবার আড়াআড়ি (হরাইজন্টাল বা ল্যান্ডস্কেপ) ভিডিও দেখতে চান। আর তাই এবার পর্দাজুড়ে হরাইজন্টাল ভিডিও দেখার ফিচার চালু করছে টিকটক।


বর্তমানে এটি পরীক্ষা করে দেখছে অ্যাপটি। পরীক্ষার জন্য ব্যবহারকারীদের ফুল স্ক্রিন নামে একটি বাটন যুক্ত করা হয়েছে টিকটকে। 


সম্প্রতি আকারে বড় ভিডিও তৈরি ও আদান-প্রদান সুযোগ চালু করেছে টিকটক। নতুন এই ফিচারটি চালু হলে সহজেই ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বলে ধারণা করা হচ্ছে।


জেবি/এসবি