'সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে'


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৮ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২


'সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে'
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

বিগত বছরগুলোর তুলনায় এ বছর সীমান্ত হত্যা অনেক কম হয়েছে। সুসম্পর্কের মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী  মো. শাহরিয়ার আলম।


শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা কারোরই কাম্য নয়। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারাও চান না সীমান্তে হত্যাকাণ্ড হোক।


দুদেশের বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একসময় মোগলহাট স্থলবন্দর দিয়ে কয়লাসহ বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানির মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক ছিল। যা পুনরায় চালু করতে আলোচনা অব্যাহত রয়েছে। ভারত সরকার আন্তরিক হলে মোগলহাট স্থলবন্দর চালু করা সম্ভব হবে। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গেও কথা হয়েছে।


জেবি/এসবি