চকবাজারে মার্কেটে আগুন:ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২
চকবাজারে হার্ডওয়্যার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে রাজধানীর চকবাজারের ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার মার্কেটে আগুন।
শনিবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, মার্কেটে আগুন লাগার খবর পাওয়ার পর রাত ১০টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
পরে আরও একটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এখনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়।
রাজধানীর চকবাজারের ইমামগঞ্জের হার্ডওয়্যার মার্কেটে আগুন লাগার স্থানে পরিদর্শক করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) কর্নেল জিল্লুর রহমান।