কুয়াশার কারণে বিমানবন্দরে নামতে পারেনি ৭ ফ্লাইট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৭ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২


কুয়াশার কারণে বিমানবন্দরে নামতে পারেনি ৭ ফ্লাইট
কুয়াশার কারণে বিমানবন্দরে নামতে পারেনি

ঘন কুয়াশার কারণে আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বাধাগ্রস্ত হয়েছে। 


রোববার (১৮ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন রুটের ৭টি ফ্লাইট ঘন কুয়াশার কারণে নামতে পারেনি বলে জানা গেছে।


দীর্ঘক্ষণ আকাশে অপেক্ষার করেও অনুমতি না মিলায় ফ্লাইটগুলো সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। তবে কুয়াশা কমে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।


আজ রোববার সকাল দশটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় এ সময়ে তাপমাত্রা রেকর্ড হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।