বিশ্বকাপের ফাইনাল খেলাকে কেন্দ্র করে নিরাপত্তা জোড়দার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০০ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২২
চলমান কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডিএমপি পুলিশের পাশাপাশি কাজ করবে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব)।
পুলিশের পক্ষ তেকে জানানো হয়েছে, শহরের যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলো স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকবে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, বড় পর্দায় খেলা দেখানো হবে যেসব জায়গাগুলোতে সে জায়গায় পুলিশ মোতায়েন থাকবে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, খেলাকেন্দ্রিক নাশকতা, সহিংসতা কিংবা সংঘাতের কোনো তথ্য পাওয়া গেলে র্যাবের পর্যাপ্ত ফোর্স মুভ করবে।