দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন জুয়েল


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৪ এএম, ১৯শে ডিসেম্বর ২০২২


দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন জুয়েল
ব্রাজিল সমর্থক দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থন করেছে- ছবি: সংগৃহীত

এবার নারায়ণগঞ্জে এক ব্রাজিল সমর্থক দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।


জানা গেছে, তার গোসলের ৪ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। দুধ দিয়ে গোসল করা ওই ব্রাজিল সমর্থক নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষারিয়ারচর গ্রামের মো. জুয়েল রানা। 


শনিবার (১৭ ডিসেম্বর) সোনারগাঁ উপজেলার হাবীবপুর গ্রামে এ ঘটনা ঘটে।


জুয়েল রানা জানান, ছোটবেলা থেকে ব্রাজিলের ভক্ত ছিলাম। সবসময় দলটির জন্য অনেকের সঙ্গে তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি ভাবতে পারিনি। দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার, আর নেইমারের অভিনয় মোটেও ভালো লাগে না। আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিলো। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক থাকব।


স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন তুষার বলেন, সোনারগাঁ উপজেলায় আর্জেন্টিনার সমর্থক প্রচুর। আর্জেন্টিনা একটি সেরা দল। জুয়েল রানার মাঝে সেই বোধোদয় জন্মেছে, সেজন্য তাকে শুভেচ্ছা জানাই।