দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুমিল্লায়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২২


দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুমিল্লায়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় রেকর্ড করা হয়েছে। সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


সোমবার (১৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান এ তথ্য জানান।  


সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লাতে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বশেষ রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা শ্রীমঙ্গলে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস।


মো. আব্দুর রহমান খান বলেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 


তিনি বলেন, আগামী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।