বিশ্বজিৎ হত্যার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২২
বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমনকে রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৯ ডিসেম্বর) র্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাবের একটি দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে নূরে আলম ওরফে লিমনকে গ্রেফতার করে।
গ্রেফতার লিমন রংপুরের পীরগাছা উপজেলার মীর ম. নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন।