৫ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২২ শুরু


Janobani

মো. রুবেল হোসেন

প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২২


৫ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২২ শুরু
বিসিক উদ্যোক্তা মেলা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিসিক ভবনে ৫ (পাঁচ) দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা-২০২২” আয়োজন করা হয়েছে।


রবিবার (১৮ ডিসেম্বর) বিসিক চেয়ারম্যান জনাব মুহ: মাহবুবর রহমান (গ্রেড-০১) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ (পাঁচ) দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা-২০২২”এর উদ্বোধন করেন। বিপণন বিভাগ, বিসিক, ঢাকা এ মেলার আয়োজন করেছে।


মেলায় ক্রেতা সাধারণগণ ৫০টি স্টল থেকে কারুপণ্য, মধু, নকশিকাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। মেলা চলবে ১৮ ডিসেম্বর হতে ২২ ডিসেম্বর পর্যন্ত। বিসিক উদ্যোক্তা মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।


উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) জনাব নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক (বিপণন ও নকশা) জনাব মোঃ আব্দুল মতিন, ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোঃ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (বিপণন), জনাব অখিল রঞ্জন তরফদার ও ঢাকা জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক, জনাব মাহবুবুর রহমানসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিসিক চেয়ারম্যান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসিক নকশা কেন্দ্র ঢাকার সেপ্টেম্বর-অক্টোবর ২০২২ সেশনের প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করেন।


সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল মতিন, পরিচালক (বিপণন,নকশা ও কারুশিল্প)। এ সময় বিসিক পরিচালক (পরিকল্পনা ও গবেষণা), জনাব নেপাল চন্দ্র কর্মকার, ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক, ড. মোঃ আলমগীর হোসেন, প্রধান নকশাবিদ (ভারপ্রাপ্ত), জনাব মোঃ রাহাত উদ্দিনসহ নকশা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।