রাজধানীতে ১৫ দিনে বিশেষ অভিযানে ২৪ হাজার গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৭ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২২


রাজধানীতে ১৫ দিনে বিশেষ অভিযানে ২৪ হাজার গ্রেফতার
পুলিশের বিশেষ অভিযান- ফাইল ছবি

গত ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এদিকে অভিযানে গ্রেফতার করা হয়েছে প্রায় ২৪ হাজার জনকে। এছাড়াও অভিযানে দুই লাখের বেশি ইয়াবা জব্দ করা হয়েছে।


সোমবার (১৯ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি মো. মনজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে। 


তিনি জানান, গত ১৫ দিন সারাদেশে বিশেষ অভিযান চলেছে। ১৫ দিনে অভিযানে মোট গ্রেফতার করা হয় ২৩ হাজার ৯৬৮ জনকে। এর মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৫ হাজার ৯৬৮ জন। বাকি আট হাজার জনকে গ্রেফতার করা হয় বিভিন্ন অভিযোগে। 


তিনি আরও জানেন, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে জব্দ করা হয়েছে- আটটি শুটারগান, তিনটি পিস্তল, পাঁচটি এলএমজি, আটটি বন্দুক, একটি পাইপগান ও দেশিয় অস্ত্র।