বিসিকে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২২
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) বিসিক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিসিক চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান (গ্রেড-১) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় বিসিক পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, বিসিক আঞ্চলিক পরিচালক, ঢাকা, বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিসিক কর্মকর্তা সমিতির সভাপতি, বিসিক কর্মকর্তা সমিতির মহাসচিব এবং বিসিক কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মহান বিজয় দিবস নিয়ে আলোচনা করেন। আলোচকগণ ১৯৪৭ সালের দেশভাগ থেকে শুরু করে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস বর্ণনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান (গ্রেড-১) বলেন, মহান বিজয় দিবসের আলোচনা সভার শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার অবিসংবাদিত নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয়েছিল।
আজকের এই গৌরবময় দিনে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ সম্ভ্রম হারা মা-বোনকে। কৃতজ্ঞতা জানাচ্ছি পঙ্গু মুক্তিযোদ্ধাসহ জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।
তিনি বলেন, ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা থেকে বিরত ছিলাম ফলে এসময়ে বেড়ে উঠা প্রজন্ম মুক্তিযদ্ধের সঠিক ইতিহাস জানে না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এগুলিই হলো আমাদের মুল চেতনা। চেতনা জীবন থেকে জীবনে স্থানান্তরিত হয়।
এধারা আমাদের বজায় রাখতে হবে, যদি আমরা এ চেতনাকে আখড়ে ধরতে না পারি তাহলে আমরা পথ হারিয়ে ফেলবো। এর পর চেয়ারম্যান মহোদয় ১৪ আগস্ট ১৯৭৫ সালের জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১ দিনের দিনলিপি নিয়ে আলোচনা করেন। বিসিক চেয়ারম্যান মহোদয় বলেন, বিসিক জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান তাই আমি আশা করবো বিসিকের সকল কর্মকর্তা কর্মচারী মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় নিজের জীবনকে উজ্জীবিত করবে।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া ১৫ আগস্টের কালো রাতে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিসিক পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোহাম্মদ জাকির হোসেন।
উক্ত আলোচনা সভায় বিসিকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আরএক্স/