বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২২


বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
দূষিত শহর

বাতাসের মান 'খুব অস্বস্থ্যকর' হওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে বাংলাদেশের রাজধানী ঢাকা। 


বুধাবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউয়াই) ঢাকার স্কোর ছিল ৩০৮।


একই সময়ে ভারতের কলকাতা ও দিল্লি যথাক্রমে ২৩২ ও ২২৫ একিউআই স্কোর নিয়ে তালিকার পরবর্তী দুটি স্থানে ছিল।


তবে এদিন দুপুর ১২টার দিকে রালিকার শীর্ষে উঠে গেছে ইরাকের বাগদাদ। সময়ে বাগদাদের স্কোর ছিল ২৭১। ঢাকা তখন ২০০ স্কোড় নিয়ে ছিল পঞ্চম স্থানে।


জেবি/এসবি