আ.লীগ জনগণের কল্যাণে কাজ করে: প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২২


আ.লীগ জনগণের কল্যাণে কাজ করে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের শুনতে হয় আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। জানি না, যারা এটা বলে আওয়ামী লীগ কিছউই নাকি করেনি। দেশের মানুষ বিশ্বাস করবে কি না, সেটাই আমার প্রশ্ন।


বুধবার (২১ ডিসেম্বর) সকালে সারাদেশে ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, যারা ৩০ বছর ক্ষমতায় ছিল, তারা কী করেছে আর আওয়ামী লীগ কী করেছে, আমি আশা করি, দেশবাসী বিবেচনা করে দেখবেন। 


তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণের কল্যাণে কাজ করে। আমরা এটাই করে যাব। যারা বলে কিছু করিনি, তাদের প্রশ্ন করব ১০০ সড়ক এক দিনে, ১০০ সেতু এক দিনে উদ্বোধন আগে কেউ করেছে? করেনি।


জেবি/এসবি