শরীয়তপুরে ভূ-কম্পন জরিপে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২২


শরীয়তপুরে ভূ-কম্পন জরিপে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান
৭.১২ একর জমির উপর এখন চলছে বিশাল কর্মযজ্ঞ।

দেশ উন্নয়নের রোল মডেলে এগিয়ে চলছে। উন্নয়নের অংশীদার হিসেবে ভূ-কম্পন জরিপে মিলেছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান। গ্যাস উত্তোলনে প্রথমবারের মত পদ্মা পাড়ের জেলা শরীয়তপুরে নড়িয়া উপজেলার দিনার গ্রামে গ্যাস অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করেছে বাপেক্স। চলছে ৭.১২ একর জমির উপর এখন বিশাল কর্মযজ্ঞ। শেষ হয়েছে মূল কূপের রিগ প্যাড, বিদ্যুৎ সংযোগ, ওয়াশ ব্লগ, ওয়াটার টার্মিনাল, পাম্প হাউস, সিমানা প্রাচীর ও সড়ক উন্নয়ন কাজ। শেষ পথে রয়েছে কেমিক্যাল গোডাউন আর ড্রেনেজ নির্মানের কাজও। এরই মধ্যে ফেঞ্চুগঞ্জ গ্যাস ফিল্ড থেকে কূপ খননের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির এসে পৌছেছে প্রকল্প এলাকায়।

মজুদ নিশ্চিতের পরই শুরু হবে বিজয় ১০ ডিলিং রিগ প্যাডে ৩.৫ কিলোমিটার গভীর কূপ থেকে গ্যাস উত্তোলন। পদ্মা সেতুর পাশাপাশি গ্যাস উত্তোলনে পাল্টে যাবে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের অর্থনিতি। গ্যাস উত্তোলনের জন্য শেষ মূহুর্তের কাজে ব্যস্ত শ্রমিক ও প্রকৌশলীরা।

গ্যাস উত্তোলনে বদলে যাবে এই অঞ্চলের অর্থনিতি, গ্যাস কেন্দ্রিক শিল্প কলকারখানায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে স্থানীয়দের।

প্রকল্পের কাজ এগিয়েছে ৯৮ শতাংশ, অবশিষ্ট কাজ শেষে মজুদ নিশ্চিতে শীঘ্রই শুরু হবে ভূ-গর্ভস্থ ডিলিং বা গভীর কূপ খনন।

৯৫ কোটি টাকা ব্যায়ে নতুন এই গ্যাস কূপ খননের কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স)।