সম্মেলনে আসার পথে ৭ জন আহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১১ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২


সম্মেলনে আসার পথে ৭ জন আহত
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নেতাকর্মীরা

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আসার পথে কেরাণীগঞ্জের কুচিয়ামারা এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৫ যাত্রীসহ ৭ জন আহত হয়েছেন।


শনিবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা-মাওয়া রোডে এই দুর্ঘটনা ঘটে। 


শীবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান আ. রহিম ব্যাপারী জানান, গাড়িতে করে শীবচর থেকে ঢাকায় আসছিলেন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে। কুচিয়ামারা টোল প্লাজায় টোল প্রদান করার সময় পেছন থেকে আনন্দ পরিবহনের একটি বাস এসে প্রাইভেটকারের উপর দিয়ে উঠিয়ে দেয়। 


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সুমনের বাম পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।