ডেঙ্গুতে আরও দুই জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৮৯
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৮ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ২ জনের। একই সময়ে নতুন আরও ৮৯ নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি সেন্টারর ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৯ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৯ জন ও ঢাকার বাইরে সারাদেশে ৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৭৬ জন মারা গেছেন। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬১ হাজার ৯৭২ জন। সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ৬১ হাজার ১৯৫ জন