সুন্দরনন দস্যুমুক্ত করতে র‍্যাবের ৩ দিনের বিশেষ অভিযান শুরু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৩ পূর্বাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২২


সুন্দরনন দস্যুমুক্ত করতে র‍্যাবের ৩ দিনের বিশেষ অভিযান শুরু
বিশেষ অভিযানে র‍্যাবের সদস্যরা

সুন্দরবন দস্যুমুক্ত করতে ৩ দিনের বিশেষ অভিযান শুরু করেছে র‌্যাব-৬। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকে লং রেঞ্জ পেট্রোলের মাধ্যমে একটি বিশেষ আভিযানিক দল 'এলিট টাইগার্স' ট্রলারযোগে সুন্দরবনে প্রবেশ করেছে।


জানা গেছে, র‌্যাবের আভিযানিক দলটি সুন্দরবনের শরণখোলা, জয়মনি, বড়ইতলা, আন্ধারমনিক, মৃগামারি এলাকাসহ বনের শ্যালা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালাবে। এছাড়া অভিযানের জন্য র‌্যাবের আরেকটি দলকে একটি স্পীড বোট ও বেঙ্গল টাইগার্স নামে অপর একটি ট্রলারসহ পূর্ণপ্রস্তুতিসহকারে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।


র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা জানান, এ অভিযানের মাধ্যমে সাম্প্রতিক নব্য বনদস্যুদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, দস্যূমুক্ত সুন্দরবনের স্থায়িত্ব রক্ষার জন্য নৌ-পুলিশ, বনবিভাগ এবং কোস্ট গার্ডের সাথে সমন্বয় সাধন, মাঠ পর্যায়ে সুন্দরবনে অভিযান পরিচালনার স্থান রেকি করা, আত্মসমর্পনকৃত বনদ্যুদের সাথে সমন্বয় করা, সুন্দরবনে র‌্যাবের উপস্থিতি ও কার্যক্রম সম্পর্কে জানান দেয়া।  তিনদিনের এ বিশেষ অভিযান প্রয়োজনে বর্ধিত করা হবে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান।