ব্লু টিকধারীর জন্য নতুন সুবিধা আনলো টুইটার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৩৭ পিএম, ২৫শে ডিসেম্বর ২০২২


ব্লু টিকধারীর জন্য নতুন সুবিধা আনলো টুইটার
টুইটার

ধনকুব ইলন মাস্কের টুইটারে এবার টিকধারী গ্রাহকদের জন্য এক সুবিধা নিয়ে এসেছে। এখন থেকে টুইটারের ওয়েভে ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন।


সম্প্রতি ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ২ গিগাবাইট আকারে এই ভিডিও আপলোডের সুবিধা চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। তবে যেসব গ্রাহক টুইটারের ব্লু সাবস্ক্রাইবার নন, তারা আগের মতো ৪ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধা পাবেন।


টুইটার বলছে, দীর্ঘ ভিডিও আপলোডের সুবিধা চালুর পাশাপাশি গ্রাহকেরা কোনো পোস্টে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন। অর্থাৎ আপনার পেইড অ্যাকাউন্ট থেকে করা রিপ্লাইটি অন্যান্য রিপ্লাই থেকে আগে দেখাবে


জেবি/এসবি