‘করোনার নতুন ধরন চার গুণ বেশি সংক্রামক’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২


‘করোনার নতুন ধরন চার গুণ বেশি সংক্রামক’
স্বাস্থ্য অধিদপ্তর- ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে করোনার নতুন ধরন ‘বিএফ-৭’ ওমিক্রনের থেকেও চার গুণ বেশি সংক্রামক। 


রবিবার (২৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর বলেন, চীনে বিএফ–৫’র নতুন ধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। ধরনটি অমিক্রনের চেয়ে শক্তিশালী। কম সময়ে বেশি মানুষকে এই ধরন আক্রান্ত করতে পারে। যারা টিকা নেননি, তাদের দ্রুত টিকা নিতে হবে।


করোনা নিয়ন্ত্রণে সরকার গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভার সিদ্ধান্ত উল্লখ করে অধ্যাপক আহমেদুল কবীর বলেন, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জনসাধারণের মধ্যে অনীহা দেখা দিয়েছে। এ বিষয়ে সচেতনতা ও পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।


তিনি বলেন, টিকার মেয়াদ বাড়ানোর বিষয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে, তার সুযোগ নেই। টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই টিকার মেয়াদ বাড়ানো হয়েছে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, করোনা নিয়ন্ত্রণে সরকার গঠিত জাতীয় কারিগরি পরার্মশক কমিটি সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহিদুল্লা প্রমুখ।