বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩১ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২২


বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস

সারাদেশের ৭ বিভাগে হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্ততে এ তথ্য জানায়।


আবহাওয়াবি মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।


তিনি আরও জানান, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়াবি মো. আব্দুল হামিদ মিয়া জানান, সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।


জেবি/এসবি