সব উপদেষ্টার চেয়েও জুলাই আহতদের বেশি দেখতে গেছেন সেনাপ্রধান: সারজিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

গত বছরের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও আর্থিক সহায়তায় সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ভূমিকার প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রবিবার (২৭ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস আলম দাবি করেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ব্যতিক্রম কিছু ছাড়া সেনাপ্রধান প্রায় প্রতি শনিবার সিএমএইচে গিয়ে জুলাই আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন। সব উপদেষ্টার সম্মিলিত সফরের চেয়েও সেনাপ্রধানের সফরসংখ্যা বেশি।”
সারজিস আরও বলেন, “সবচেয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সেনাপ্রধানের নির্দেশনায় ঢাকা সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়েছে এবং মাথাপিছু চিকিৎসা ব্যয় ছিল সর্বোচ্চ।”
তিনি দাবি করেন, আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন এবং আর্থিক সহায়তায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকার উজ জামান।
পোস্টে সারজিস কিছু “অপ্রচলিত তথ্য” তুলে ধরার দাবি জানিয়ে বলেন, “জনগণের আন্দোলনের সময় আহতদের প্রতি এমন যত্ন এবং নিয়মিত খোঁজখবর নেওয়ার দৃষ্টান্ত অতীতে খুব কমই দেখা গেছে।”
এনসিপি নেতা তাঁর পোস্টে সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
আরএক্স/