বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গেলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের বহনকারী বিমানে দুর্ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৬ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে তিনি ইনস্টিটিউটে পৌঁছান।
প্রধান উপদেষ্টা সেখানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুর্ঘটনার সময় ও পরবর্তী চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় অধ্যাপক নাসিরউদ্দিন জানান, আহত রোগীদের মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক চিকিৎসা প্রোটোকল অনুসারে দগ্ধদের মূল্যায়ন করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তাও নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক (ক্রিটিক্যাল), ৯ জন গুরুতর (সিভিয়ার) এবং ২৩ জন মাঝারি (ইন্টারমিডিয়েট) ক্যাটাগরিতে রয়েছেন। তবে রোগীদের অবস্থা সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে।
প্রফেসর ইউনূস চিকিৎসার জন্য কোনও যন্ত্রপাতি, ওষুধ বা অন্যান্য সামগ্রীর ঘাটতি আছে কি না জানতে চাইলে পরিচালক জানান, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হচ্ছে। যেসব বিশেষায়িত যন্ত্রের প্রয়োজন ছিল, সেগুলো সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদল সঙ্গে করে এনেছেন।
ঘটনার বিস্তারিত তুলে ধরে ইনস্টিটিউটের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, দুর্ঘটনার পর দগ্ধ রোগীদের তাৎক্ষণিকভাবে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রধান উপদেষ্টা আহতদের সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
আরএক্স/