মেট্রোর যাত্রী বহনে বিআরটিসির ৫০ বাস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৮ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২২
স্বপ্নের মেট্রোরেল আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমিকভাবে মেট্রোরেল চলবে উত্তরা থেকে আগারগাও পর্যন্ত।
মেট্রোরেল যাত্রীদের জন্য শুরু এবং শেষ স্টেশনে থাকছে বিয়ারটিসির ৫০টি দ্বিতল বাস। এসব বাস চুক্তি অনুযায়ী যাত্রীদের স্টেশ্ন পৌঁছে দেবে।
গত মাসের ১৭ তারিখে বিয়ারটিসির সঙ্গে এই সংক্রান্ত চুক্তি করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। চুক্তির পরিপ্রেক্ষিতে ত্রেন চালুর আগেই বাসগুলো চলাচল শুরু করেছে।
মেট্রোরেলের যাত্রীদের জন্যে দুই রুট
প্রথম রুট: আগারগাঁও থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। একইসঙ্গে এই পথে মেট্রোর আগারগাঁও স্টেশনে যাত্রীদের নিয়ে আসবে।
দ্বিতীয় রুট: দিয়াবাড়ি স্টেশন থেকে উত্তরার হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ড পর্যন্ত। এই রুটে যাত্রী নিয়ে চলবে বিআরটিসির বাস।
জেবি/এসবি