ডেঙ্গুতে আরও মৃত্যু ২, আক্রান্ত ১০৬
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৪ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২২
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১০৬ জন।
সোমবার (২৬ ডিসেম্বর) স্বাস্থা অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৩ জন ও ঢাকার বাইরে ৬৩ জন। বর্তমানে সারাদেশের ৪৪৭ জন ডেঙ্গুরোগো হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মাধ্য ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৩ জন ও ঢাকার বাইরে ২০৪ জন
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ১২৭ জন। ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬১ হাজার ৪০২ জন। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৮ জন মারা গেছেন।