বাইক্কা বিল ভ্রমণে ৯ দিনের নিষেধাজ্ঞা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৯ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত হাইল হাওরেরর বাইক্কা বিল ভ্রমণে ৯ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজের জন্যই এট বন্ধ রাখা হয় বলে জানা গেছে।
উপজলেজা প্রশাসন সূত্র জানিয়েছে, বাইক্কা বিল দর্শনে আসা পর্যটকদের সুবিধার্থে ব্রিজ, টাওয়ার ও একুরিয়াম সংস্কার এবং রঙ করা হবে। এছাড়া পুরাতন ছবি পরিবর্তন করে গ্যলারি নতুন ছবি স্থাপন করা হবে।
হাইল হাওরের সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্য মিন্নত আলী বলেন, সংস্কার কাজ শেষ হলে বাইক্কা বিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তখন দর্শনার্থীদের কাছে এ বিলটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, সংস্কার কাজ শেষ হওয়ার পর আগামী ৩ জানুয়ারি দর্শনার্থীদের জন্য বাইক্কা বিল উন্মুক্ত করে দেওয়া হবে।
জেবি/এসবি