Logo

করোনাভাইরাস: বিমানবন্দরে সতর্কতার নির্দেশ প্রাধানমন্ত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২২, ১৭:৪২
19Shares
করোনাভাইরাস: বিমানবন্দরে সতর্কতার নির্দেশ প্রাধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

বৈঠক শেষে সচিবালয় সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট  চীনসহ বিশ্বের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে যাতে এর সংক্রমণ যাতে না ছড়াতে পারে সে জন্য  বিমানবন্দরে  সতর্কতার নির্দেশ দিয়েছেন প্রাধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সচিবালয় সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

বিজ্ঞাপন

তিনি জানান, এখন পর্যন্ত চীন্সহ ৪টি দেশে করোনাভাইরাসে নতুন সংক্রমণ ছড়িয়েছে। বাংলাদেশে যাতে এটা ছড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বিমানবন্দরগুলোতে করোনা টেস্ট করার নির্দেশনা দিয়েছেন। 

মন্ত্রিপরিষদ সচিব  আরও জানান, বিশেষ করে চীনসহ যেসব দেশে সংক্রমণ বেড়েছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের অবশ্যই পরীক্ষা করতে হবে। একই সঙ্গে সবাইকে মাস্ক পরানোসহ সামাজিক দূরত্ব মেনে চলতে স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD