আজ মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২
স্বপ্নের মেট্রোরেল আজ বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন করা হবে। এর মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ।
এদিন বেলা ১১টায় বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা জানিয়েছেন, লাল ফিতা কেটে নগরীর সবচেয়ে আধুনিক পরিবহন ব্যবস্থার প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উত্তরার দিয়াবাড়িতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে ডিএমটিসিএল। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন পুলিশ ও র্যাব সদস্যরা।
জেবি/এসবি