স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২


স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি: সংগৃহীত

রাজধানীবাসীর বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বুধবার (২৮ ডিসেম্বর) সসকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেট্রোরেল কার্যক্রম উদ্বোধন করেন তিনি ।


উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পরদিন (বৃহস্পতিবার) থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।


প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয়টি বগি বিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। পরে চলাচলের সময় বাড়ানোর হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।

জেবি/এসবি